নিখোঁজ সেনা সদস্যকে নববিবাহিত স্ত্রীসহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ বাড়িতে যাওয়ার কথা বলে কর্মস্থল থেকে ছুটি নিয়েছিলেন যশোরে কর্মরত সেনাসদস্য ইসহাক জামান (২১)। কিন্তু এরপর থেকেই তিনি নিখোঁজ হন। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে কোতয়ালি থানায় এ সংক্রান্ত জিডি করা হয়। এরপর অভিযান চালিয়ে কথিত নিখোঁজ সেনাসদস্যের সন্ধান পেয়েছে যশোরের ডিবি পুলিশ। শুধু তাকে নয়, গোপনে বিয়ে করা স্ত্রীসহ। গতকাল শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে ওই সেনাসদস্যকে স্ত্রীসহ উদ্ধারের পর হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।
যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পিপিএম জানান, সেনাসদস্য ইসহাক জামান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হোমেরজান গ্রামের নুরুজ্জামানের ছেলে। যশোরে কর্মরত এই সেনাসদস্য বাড়িতে যাওয়ার কথা বলে গত ২৩ জুলাই কর্মস্থল থেকে ১২ দিনের ছুটি নেন। কিন্তু তিনি বাড়িতে পৌঁছাননি। পরিবারের লোকজন মোবাইল ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। এ কারণে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। ছেলের কোনো সন্ধান না পেয়ে তার পিতা নুরুজ্জামান যশোরে ছুটে আসেন। কর্মস্থলে যোগাযোগ করলেও সেখান থেকে কেউ নিখোঁজ ইসহাক জামানের কোনো সন্ধান দিতে পারেননি। এ ঘটনায় প্রথমে নুরুজ্জামান কমলগঞ্জ থানায় গত ৫ আগস্ট একটি জিডি (নং-১৮০) করেন। এরপর গত ৬ আগস্ট যশোরে কোতয়ালি থানায় ছেলে নিখোঁজ সংক্রান্ত আরেকটি জিডি (নং-২৬০) করেন তিনি। পরে কোতয়ালি থানা থেকে জিডি তদন্তের দায়িত্ব দেয়া ডিবি পুলিশকে। তিনি বলেন, জিডি তদন্তকালে তথ্য প্রযুক্তির সাহায্যে শুক্রবার নিখোঁজ সেনাসদস্য ইসহাক জামানের সন্ধান পান তারা। এরপর বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার ইউপি সদস্য সেলিম আহমেদ শান্তির বাড়ির পাশের জনৈক আলাউদ্দিন মনুর বাড়ি থেকে তাকে তারা উদ্ধার করেন। ডিবি পুলিশের ওই কর্মকর্তা বলেন, ফেসবুকের মাধ্যমে ইসহাক জামানের সাথে পরিচয় ঘটে আলাউদ্দিন মনুর মেয়ে সাহারা পারভীন যুথীর (১৯)। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৬ জানুয়ারি ইসহাক জামান নিজ পরিবারকে না জানিয়ে গোপনে যুথীকে বিয়ে করেন। গত ২৩ জুলাই ইসহাক জামান কর্মস্থল থেকে ছুটি নিয়ে মৌলভীবাজারে বাড়িতে না গিয়ে যশোরের চাঁচড়া মধ্যপাড়ায় শ্বশুরবাড়িতে যান। কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পর মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন। এ কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে তাকেসহ তার স্ত্রী সাহারা পারভীন যুথীকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।