একই অপরাধে বাংলাদেশিদের জামিন, সৌদি-মালয়েশীয়দের মুক্তি

0

লোকসমাজ ডেস্ক॥ ভিসার শর্ত লঙ্ঘন করে তাবলিগ জামাতের ইজতেমায় যোগদান এবং লকডাউনের সময় সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় শুক্রবার ৮২ বাংলাদেশির জামিন মঞ্জুর করেছিল ভারতের একটি আদালত। অথচ সেই মামলায় সৌদি ও মালয়েশিয়ার নাগরিকদের কাছ থেকে জরিমানা আদায়ের পর তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মার্চে নিজাম উদ্দিন মারকাজের ইজতেমায় বিশ্বের কয়েকটি দেশের তাবলিগ জামাতের কয়েক হাজার সদস্য অংশ নেয়। তবে করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও বিদেশিরা মারকাজে অবস্থান করছিলেন। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এদের মধ্যে বাংলাদেশিরাও ছিলেন। শুক্রবার দিল্লির মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর প্রত্যেককে ১০ হাজার রুপি করে মুচলেকা দেওয়ার শর্তে ৮২ বাংলাদেশির জামিন মঞ্জুর করেন। তারা আদালতে দোষ স্বীকার করে লঘুদণ্ডের আবেদন করেছে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। শনিবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, একই আদালত শুক্রবার আরও ৭২ বিদেশিকে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদের মধ্যে ১১ জন সৌদি ও অন্যরা মালয়েশিয়ার নাগরিক। মালয়েশীয়দের কাছ থেকে সাত হাজার রুপি করে জরিমানা আদায় করা হলেও সৌদি নাগরিকদের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থের পরিমাণ জানানো হয়নি।