নওয়াপাড়ায় হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের নওয়াপাড়ার পাঁচকবর এলাকায় মানুষের রোগ প্রতিরোধ মতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে সোমবার সকালে ফ্রি হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়েছে। ওষুধ বিতরণকালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুল ওয়াদুদ, সাবেক কমিশনার মো. মোস্তফা কামাল, এম.এম নজরুল ইসলাম, হোমিওপ্যাথি ডা. বদরুজ্জামান, মো. জোবায়ের হোসেন, শিক অহিদুল ইসলাম লিপন, শ্রমিক নেতা শেখ আলাউদ্দিন, শেখ আব্দুল ওহাব প্রমুখ। ওষুধ বিতরণ অনুষ্ঠানের পূর্বে নওয়াপাড়া পাঁচকবর পশ্চিমপাড়া বাইতুননূর জামে মসজিদ নির্মাণের স্থান নির্ধারণ করে সাইনবোর্ড উত্তোলন করে মসজিদ নির্মাণের সূচনা করা হয়।