চৌগাছায় ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

0

এম এ রহিম, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, উপজেলা প্রকৌশলীকে বিষয়টি বার বার জানালেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। একাধিক সূত্র জানায়, এক সপ্তাহ আগে পানি নিস্কাশনের জন্য মাধবপুর গ্রামের শ্রী শ্রী সর্বজনীন দুর্গামন্দির থেকে মাধবপুর বাঁওড় পর্যন্ত ড্রেনটি নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু এ ড্রেন নির্মাণে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যে কারণে কাজ শেষ হওয়ার সপ্তাহ না পেরুতেই ড্রেনটি ভেঙ্গে গেছে। ড্রেনটি নির্মাণের সময় খুবই নি¤œমানের ইট, খোয়া, বালি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর কাছে বার বার অভিযোগ করেও কোনো কাজ হয়নি। নির্মাণের পরেই বৃষ্টির পানিতে সিমেন্ট, বালি ধুয়ে ড্রেনটি ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, বলেন, এডিবির বরাদ্দের টাকায় ড্রেন নির্মাণে উপজেলা চেয়ারম্যানের সরলতার সুযোগ নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজে খুবই নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যে কারণে বৃষ্টির পানিতে ড্রেনটির সিমেন্ট বালি ধুয়ে গিয়ে ভেঙ্গে পড়েছে। ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার মেসার্স আসাদ এন্টারপ্রাইজের প্রতিনিধি মিলন মিয়া বলেন, ড্রেন নির্মাণের সময় একটি হাউজ তৈরি করলে এমন হতো না। তিনি বলেন, ড্রেনটি মেরামত করে দেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব। উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন ড্রেনটি নির্মাণ কাজের কয়েকদিনের মধ্যে ভেঙ্গে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে বলেছি। তিনি পুনরায় মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’