স্বাস্থ্যবিধি না মানায় বিয়ে বাড়িতে জামাই ও শ্বশুরকে জরিমানা

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার খোকসায় সামাজিক দূরত্ব না মানায় কনের বাবা ও বরকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুন) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের একটি বিয়ে বাড়িতে সামাজিক দূরত্ব না মানায় অভিযান চালায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের আফজাল হোসেন (কনের পিতা) এবং মেহেদী হাসান (বর) । নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, সরকারী আদেশ অমান্য করে ব্যাপক আয়োজন করে সামাজিক দুরুত্ব না মেনে লোক সমাগম ঘটানোর অপরাধে “সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী মেয়ের বাবা আফজালকে ১০ হাজার টাকা ও বর মেহেদী হাসানকে যথাক্রমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।