ঝিকরগাছার উলাকোল বাজারে সরকারি রাস্তা বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার উলাকোল বাজারের সরকারি রাস্তার মুখ বন্ধ করে রাতের আঁধারে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ স্থাপনা অপসরণ করে চলাচলের উপযোগী করার জন্য গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, বাঁকড়া পুলিশ তদন্তু কেন্দ্র ও শংকরপুর ইউপির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, উপজেলার উলাকোল একটি ব্যস্ততম বাজার। পার্শ্ববর্তী রাজবাড়িয়া, হরিদ্রাপোতা, ছোট পোদাউলিয়া, বড় পোদাউলিয়া, খাটবাড়িয়ারসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে আসেন। কিন্তু এ বাজারের একটি ব্যস্ততম বাইপাস সড়কের মুখ বন্ধ করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন উলাকোল গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস হোসেন ও তার ছেলে তৌহিদুর রহমান। গত রবিবার রাতে ১০/১২ জন শ্রমিক নিয়ে ইলিয়াস সরকারি রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। বর্তমানে কাজ বন্ধ থাকলেও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে দোকান ঘর নির্মাণকারী ইলিয়াস হোসেনের ছেলে তৌহিদুর রহমান বলেন, তারা প্রায় ৪০ বছর ধরে ওখানে ব্যবসা পরিচালনা করছেন। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে দোকানের চাল উড়ে যাওয়ায় তারা সংস্কার করছিলেন বলেও জানান তিনি।