ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত

0

স্টাফ রিপোর্টার ॥ শুধুমাত্র আঙ্গুলের ছাপ ব্যবহার করে যশোরে ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই নারীর নাম তাসলিমা খাতুন। তিনি সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের ইমান আলীর মেয়ে।
পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম এইচ জাহাঙ্গীর হোসেন জানান, গত ১৬ জানুয়ারি সদর উপজেলার রামনগর রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় নিহত হন ওই নারী। স্থানীয়রা এ সময় তার নাম ঠিকানা না বলতে পারলেও তারা পুলিশকে জানিয়েছিলেন, তিনি মানসিক ভাস্যহীন ছিলেন। রেললাইনের আশেপাশে তাকে ঘোরাফেরা করতে দেখা যেত। ফলে অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের জন্য পদক্ষেপ নেন তারা (পিবিআই)। এরপর তারা তার আঙ্গুলের ছাপ ব্যবহার করে পরিচয় শনাক্ত করতেও সক্ষম হন। ওই নারীর জাতীয় পরিচয়পত্র রয়েছে। এই পরিচয়পত্রে তার আঙ্গুলের ছাপ রয়েছে। এ কারণে তথ্য প্রযুক্তির সাহায্যে সংগ্রহ করা আঙ্গুলের ছাপের সাথে জাতীয় পরিচয়পত্রে ব্যবহার করা ছাপের মিল পাওয়া মূলত নারীর পরিচয় শনাক্ত করতে পেরেছেন তারা।