রামপালে আত্মসমর্পণ করা সোহাগ বাহিনীর তান্ডব : মৎস্য ঘের কর্মচারীকে মারধর

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে আত্মসমর্পণ করা বনদস্যু সোহাগ আকন এর নেতৃত্বে তার সহযোগীদের বিরুদ্ধে মৎস্য ঘের দখল, হামলা, লুটপাট ও মারধরের ঘটনায় একজন আহত হয়েছেন। আহত আসফাক গাজীকে (৫২) উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি এজাহার দেয়া হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পেড়িখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য জাহাঙ্গির হোসেন হাওলাদারের বড়কাটালী গ্রামের পূর্ব বিলের সমবায় মৎস্য ঘের দখলের উদ্দেশে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে একই এলাকার আত্মসমর্পণ করা বনদস্যু সোহাগ আকন, শামীম শেখ, খোরশেদ শেখ, সবুজ আকন, স¤্রাট আকন, রিপন শেখ, সালাম শেখ, ইউছুফ আলী খান, রেজা খানসহ অজ্ঞাত ১০/১৫ জন হামলা করে। ঘেরের পাহারাদার আসফাক গাজী বাধা দিলে তাকে তারা মারধর করে। ঘেরের বাসায় রাখা ৬০ হাজার টাকা ও মালামালসহ লক্ষাধিক টাকা তারাি লুট করে নেয়। খবর পেয়ে রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তিনি এ প্রতিবেদককে জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্ব স্ব অবস্থানে সকলকে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আইন অমান্য করলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।