বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সাইফুদ্দিন চৌধুরীর মায়ের দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সাইফুদ্দিন চৌধুরীর মা মদিনা খাতুন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গতকাল জুম্মার নামাজবাদ সদর উপজেলার এনায়েতপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পারিবারিক উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহরের বিশিষ্ট ব্যক্তি মরহুমার আত্মীয়-স্বজন পরিবারবর্গ অংশ নেন। এ সময় প্রাণঘাতি করোনাভাইরাস থেকে মানুষের মুক্তি কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা সবেদ আলী। পরে এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।