বাড়ি ভাঙচুর ও হুমকি-ধামকি দেয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ বাড়ি ভাঙচুর ও হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত সোহরাব ফারাজীর স্ত্রী কুলসুম বিবি। মঙ্গলবার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাসবির কবির সালমান। এ সময় কুলসুম বিবি ছাড়াও উপস্থিত ছিলেন রুনা আফরোজ ও তাদের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ১৯৮৬ সালে আমার নানা বীর মুক্তিযোদ্ধা সোহরাব ফারাজী তরফ নওয়াপাড়া মৌজায় ১৯৬ নং দাগে ৪৩ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত সোহরাব ফারাজী এবং তার মৃত্যুর পরে স্ত্রী কুলসুম বিবি দীর্ঘ ৩৩/৩৪ বছর বসবাস ও ভোগদখল করে আসছেন। বিক্রেতা তাইজেল গং ২৯/০৪/২০১৮ তারিখে নানা এবং তার পরিবারের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারার একটি মিথ্যা মামলা করে। মামলার রায় হয় ১৭/০২/২০২০ তারিখে মামলাটি খারিজ হওয়ার পর থেকে নানী কুলসুম বিবি ও তার পরিবারকে হুমকি-ধামকিসহ চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় গত ৩ জুন তাইজেল, তবিবর, মহাসিন এবং তরিকুল নানির বসতবাড়ি ভাঙচুরসহ ক্ষয়ক্ষতি করে এবং চালের টিন লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ করার পর তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাদের জীবননাশের হুমকি দিয়ে আসছে।