যশোরে ডাকাতি মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশের চার্জশিট

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদরের গোয়ালদাহ জামতলায় ডাকাতি মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্ত আসামিরা হলো, শহরের নীলগঞ্জ সাহাপাড়ার মোমিনের ছেলে হাসান, শংকরপুর হাজারি গেটের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে সৌখিন, আব্বাস আলীর ছেলে বাচ্চু, সাকাতের ছেলে ইয়াসিন ও বকচরের বারেকের ছেলে রফিকুল ইসলাম। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আফম মনিরুজ্জামান।
মামলার অভিযোগে জানা গেছে, ঝিকরগাছার কাশিপুর গ্রারেম ওসমান গণির যশোর শহরের বকচর এলকার মায়ের আশীর্বাদ বডি বিল্ডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি প্রতিদিন বাড়ি থেকে এসে এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেতেন। চলতি বছরের ৭ জানুয়ারি রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে সদরের গোয়ালদাহ মাঠের জামতলা মোড়ে পৌঁছালে একদল ডাকাত তার গতিরোধ করে। এরপর ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মাঠের মধ্যে নিয়ে মারধর করে কাছে থাকা ৭৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও বাইসাইকেল কেড়ে নেয়। এর মধ্যে ওসমান গণির চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে আটক ও লুন্ঠিত টাকা, মোবাইল ফোন এবং সাইকেল উদ্ধার করে। ওই রাতে ওসমান গণি আটক তিনজনসহ পাঁচজনকে আসামি করে কোতয়ালি থানায় একটি ডাকাতি মামলা করেন। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ইয়াসিনকে পলাতক দেখানো হয়েছে।