বাঘারপাড়া উপজেলা ও পৌর কৃষক দলের কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলা ও পৌর কৃষক দলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল শুক্রবার এক কর্মী সমাবেশ শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেন জেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব হাসান সালেহ ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন।
বাঘারপাড়া উপজেলার ৬ সদস্যের আংশিক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শওকত হোসেন, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান। অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ-সভপতি শামসুর রহমান, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ও রবীন অধিকারী।
অপরদিকে, পৌর শাখার ৫ সদস্যের আংশিক কমিটির সভাপতি হয়েছেন বাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা ও যুগ্ম সম্পাদক জুলফিক্কার আলী। এর আগে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হাই, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান, মশিয়ার রহমান, জেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব হাসান সালেহ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সহ-সভাপতি সিকদার সালাউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম টিপ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এখলাছ হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কার আশা প্রমুখ। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও দলের বর্তমান চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।