বারান্দীপাড়ার গৃহবধূ লিনা হত্যা মামলায় স্বামী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বারান্দীপাড়া কদমতলায় গৃহবধূ লিনা খাতুন হত্যা মামলার প্রধান আসামি নিহতের স্বামী টগর হোসেনকে বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত মাসুদ আলী খানের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ি পুলিশের এসআই শরিফুল ইসলাম জানান, যৌতুকের টাকা না পেয়ে লিনা খাতুনকে গত ২৫ মে তার স্বামী শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। এ ঘটনায় গুরুতর আহত হন লিনা খাতুন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গত ২৯ মে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। কিন্তু সেখানে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মোশারফ হোসেন জামাই টগরসহ ৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার প্রধান আসামি টগরকে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে তিনি যশোর শহর থেকে আটক করেছেন।