চুয়াডাঙ্গায় এক আনছার সদস্যসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত ; মোট আক্রান্ত ১৩৭

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা॥ চুয়াডাঙ্গায় ১ জন আনছার সদস্যসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৭জনে। বৃহস্পতিবার কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এ রিপোর্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে আসে সন্ধ্যা।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ অফিসের ল্যাব থেকে ১৫ জনের নমুনার ফল পাওয়া গেছে, তার মধ্যে ৩ টি পজিটিভ আক্রান্তদের মধ্যে ৩ জনই চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা। এর মধ্যে ১ জন আনছার সদস্য,১ জনের বাড়ী দৌলাৎদিয়াড় ও অপর ২ জন আলুকদিয়া গ্রামের বাসিন্দা। ৩ জনই পুরুষ সদস্য। চুয়াডাঙ্গা সভিল সার্জন ডা: এ.এস.এম. মারুফ হাসান জানান, জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত দাঁড়ালো ১৩৭ জনে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫ জন । নতুন ৩ জন করোনায় আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে ।