ফুলবাড়ীগেটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্বরে শনিবার সকাল সাড়ে ১০টায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। তিনি বঙ্গবন্ধু চত্বরে দুটি পম্প ফলের গাছ লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩৩ নম্বর ওয়ার্ডের কর্মহীন দরিদ্র অসহায় মানুষের মাঝে শুক্রবারের অসমাপ্ত ত্রাণ চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান,র্ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদক অম্বিকা রানি মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।