নড়াইলে ব্যবসায়ী স্বপনের ইন্তিকাল

0

নড়াইল অফিস ॥ নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদারের ছোট ভাই ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের চাচা বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব হোসেন সিকদার স্বপন (৫৮) গত বুধবার ভোররাতে শহরের রুপগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মরহুম আলতাফ হোসেন সিকদার ছিলেন নড়াইল-মাগুরা আসনের সাবেক এমএনএ এবং ছোটভাই জাকির হোসেন সিকদার হিরোক নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এদিন বাদ জোহর রুপগঞ্জ বাজার জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে তাকে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। গতকাল শুক্রবার বাদ আছর তার রুহের মাগফিরাত কামনা করে রুপগঞ্জ বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।