রামপালে কিশোর কর্তৃক দুই শিশুকে বলাৎকার থানায় মামলা দায়ের

0

এম,এ সবুর রানা, রামপাল (বাগেরহাট)॥ রামপালে এক কিশোরের বিরুদ্ধে দুই শিশুকে বলাৎকারের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের পিতা। জানা গেছে, উপজেলার বারুইপাড়া গ্রামের জনৈক আতিয়ার শেখ এর পুত্র এক কিশোর (১৬) গত ২৩/৫/২০ তারিখ এক শিশু (৯) কে তার বাড়িতে ডেকে নিয়ে বলাৎকার করে। পরবর্তীতে একই গ্রামের অপর এক শিশু (৯) কে গত ২৪/৫/২০ তারিখে হাজী পাড়া বাগানের মধ্যে ডেকে নিয়ে একইভাবে বলাৎকার করে। এ ঘটনায় ওই দুই শিশু আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পঃ পঃ কর্মকর্তা সুকান্ত কুমার পাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি শিশুর দেহে ইনজুরির চিহ্ন রয়েছে অপরটির কিছু পাওয়া যায়নি। রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী ধরার জোর চেষ্টা চলছে।