ভেঙে যাওয়া বাঁধ মেরামতে সেনা সদস্যরা কয়রায়

0

খুলনা ব্যুরো॥ ঘূর্ণিঝড় আম্পানে তিগ্রস্ত হওয়া বাঁধ মেরামতের জন্য সেনা সদস্যদের একটি টিম খুলনার কয়রায় অবস্থান করছে। টিমটি শুক্রবার (২২ মে) সকালে কয়রায় পৌঁছায়। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে কয়রায় আসা সেনাবাহিনীর সদস্যরা তিনটি শিা প্রতিষ্ঠানে অবস্থান নিয়েছেন। এগুলো হচ্ছে মদিনাবাদ মডেল স্কুল, কালনা মাদ্রাসা ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেনা সদস্যরা এখন পরিস্থিতি মনিটরিং করছেন। তারা দ্রুত বাঁধ মেরামত কাজ নিয়ে অগ্রসর হতে পারেন। কয়রা থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘কয়রার বাঁধ মেরামতের জন্য ৩শ’ সেনা সদস্য আসার কথা রয়েছে। অগ্রগামী টিম ইতোমধ্যেই কয়রায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেণ করতে শুরু করেছেন।’