তীব্র দাবদাহ ও বিদ্যুৎহীন পরিবেশে দুর্বিসহ মানুষের জীবনযাত্রা

0

মোস্তফা রুহুল কুদ্দুস ॥ তীব্র দাবদাহ ও বিদ্যুতের অভাবে মানুষ ও প্রাণীকুলের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় প্রকৃতিতে বিরাজ করছে চরম বৈরি পরিবেশ।  বেশ কিছুদিন যাবত যশোরে বিরাজ করছে অসহনীয় তাপমাত্রা। বাতাসের সাথে যেন বইছে আগুনের হলকা। সূর্যোদয়ের পর পরই প্রখর রোদ প্রকৃতিকে উত্তপ্ত করে তুলছে। বিরাজ করছে অসনীয় তাপমাত্রা। গততকাল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে চলে বিদ্যুতের লুকোচুরি খেলা। এই যায়, এই আসে অবস্থা চলে প্রায় সারাদিন। এই স্বাভাবিক বিদ্যুৎহীন পরিবেশ ও প্রচন্ড দাবদাহে গতকাল বাসাবাড়ি অফিস-আদালত, ব্যবসায় প্রতিষ্ঠান কোথাও স্বস্তি ছিল না। একদিকে করোনার সতর্কতা, অন্যদিকে, রোজা ঈদের ব্যস্ততা, কেনাকাটা। নানা কারণে কঠিন সময় পার করছে মানুষ। এর মধ্যে প্রখর রোদ-খরতাপ আর বিদ্যুৎহীন পরিবেশ মানুষ ও প্রাণীকুলের জীবনযাত্রা দুর্বিসহ করে তুলেছে। একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয়নি কেউ। একটি স্বস্তির জন্যে রিকশার চালকরা গাছের ছায়ায় আশ্রয় নেয়। অসহনীয় এই পরিবেশ প্রাণিকুলেও লক্ষ্য করা হয়। কারণে নয়। ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, ঘোপ বিদ্যুৎ উপকেন্দ্র চালুর জন্যে কাজ চলছে। সে কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এ অবস্থা আর থাকবে না। দীর্ঘদিন যেভাবে নিববচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, আগামীতে তা অব্যাহত থাকবে। যাতে রোজাদারসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে না হয়।