কুষ্টিয়ায় দোকানপাট-সপিং মল বন্ধের নির্দেশ

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ করোনাভাইরাস সংক্রমণের মধ্যে কুষ্টিয়ায় স্বাস্থ্য বিধি না মেনে মানুষের উপচে পড়া ভিড় পরিলতি হাওয়ায় সব হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও সপিং মল বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১৫ মে) বিকাল ৪টার দিকে এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন এ তথ্য জানিয়েছেন। এই আদেশ শনিবার (১৬ মে) সকাল ৬টা হতে কার্যকর হবে। জেলা ও উপজেলা পর্যায়ের বাজারের েেত্র এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। জেলা প্রশাসক জানান, করোনাভাইরাস (কভিড-১৯) বিস্তার প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ কিছু শর্ত সাপেে গত ৯ মে জেলার অভ্যন্তরীণ হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট, সপিং মল সীমিত আকারে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দুর্যোগকালীন বাজার মনিটরিং কমিটির সরেজমিন পর্যবেণে দেখা যায়, শর্ত না মেনে বাজারে মানুষের উপচে পড়া ভিড়। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা থেকে সবকিছু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞতিতে আরও জানানো হয়, নতুন করে আদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হবে।