গণপরিবহনসহ সব যোগাযোগ বন্ধ থাকবে

0

লোকসমাজ ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে আবারও ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল চলাচল ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ থাকবে। সাধারণ ছুটিতে নিজ নিজ কর্মস্থল ত্যাগ করা যাবে না। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (১৪ মে) আরেক দফা সাধারণ ছুটি ঘোষণা করে নতুন এ নির্দেশনা দিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ১৫টি নির্দেশনা দিয়ে এতে বলা হয়েছে, সাধারণ ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। উক্ত সময়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল এবং অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে মালবাহী, জরুরি সেবায় নিয়োজিত যানবহান ব্যতীত অন্যান্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।