ঢাকা থেকে পালিয়ে যাওয়া করোনা রোগী সাতক্ষীরায় উদ্ধার

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ ঢাকা থেকে সাতক্ষীরার আশাশুনিতে পালিয়ে আসা করোনা রোগীকে উদ্ধার করেছে পুলিশ। এএসপি (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলীর নেতৃত্বে বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে কুল্যা ইউনিয়নের মহাজনপুর ফুটবল মাঠ এলাকার একটি মৎস্য ঘেরের বাসা থেকে তার স্বামী সোহেল ও তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, ঢাকা থেকে পালানো করোনা আক্রান্ত ওই রোগীর অবস্থান মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করে পুলিশ। করোনা আক্রান্ত ওই রোগী সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাসিন্দা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে একটি ফোন নম্বর ও বাড়ির হোল্ডিং নম্বর দিয়েছিল। তবে সেই বাড়িতে গিয়ে বাড়ি তালাবদ্ধ অবস্থায় পান আশাশুনি থানা পুলিশ। পরবর্তীতে স্থানীয়দের মারফত জানা যায় তার নানা বাড়ি কুল্যা ইউনিয়নের ইউনিয়নের কচুয়া গ্রামে গিয়েছেন। সেখানে প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পরে এসপি (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলীর নেতৃত্বে মহাজনপুর ফুটবল মাঠ এলাকার একটি মৎস্য ঘেরের বাসা থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদেষ্ণা সরকার বলেন, করোনা আক্রান্ত রোগীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।