নড়াইলে জীবানুনাশক টানেল উদ্বোধন

0

নড়াইল অফিস ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা শহরের পুরাতন টার্মিনালে বুধবার (১৩ মে) বিকেলে জীবানুনাশক টানেল উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং নড়াইল পৌরসভার ব্যবস্থাপনায় তৈরি জীবানুনাশক টানেলের উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫ আর্টিলারী ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আই কে এম মোস্তাহসেনুল বাকী এনডিসি,পিএসসি।এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, ৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর দেওয়ান মঞ্জুরুল হক পিএসসি, পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপিএম, নড়াইল পৌরসভার মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস।
ব্রিগেডিয়ার জেনারেল আই কে এম মোস্তাহসেনুল বাকী এনডিসি বলেন, এই টানেলের মাধ্যমে ছোট,বড় গাড়িগুলো জীবানুমুক্ত হয়ে শহরে প্রবেশ করবে।এতে জেলার স্বাস্থ্য পরিস্থিতি নিরাপদ করবে। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নড়াইল শহরকে করোনা সংক্রমণ থেকে নিরাপদ রাখতে শহরের প্রবেশদ্বারে জীবানুনাশক টানেল বসানো হয়েছে।সামাজিক ও শারিরীক দূরত্ব বজায় রাখতে প্রশাসন ও সেনাবাহিনী পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ টিম শহরসহ সর্বত্র কঠোরতা অবলম্বন করে কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার জানান, নড়াইলকে নিরাপদ রাখতে জেলার বিভিন্ন এলাকার ২৬টি পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে।চেকপোষ্টগুলিতে আইন-শৃংখলা বাহিনীর তৎপরতার কারণে নড়াইল জেলায় বাইরের জেলার লোকজনের আগমন-বহির্গমন বন্ধ রয়েছে।