ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

0

লোকসমাজ ডেস্ক॥ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানিয়েছে বাম রাজনৈতিক দলগুলো। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তির দাবি জানানো হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে কার্যকর কর্মসূচি গ্রহণ যখন জরুরি তখন সরকারবিরোধী মত দমনে উদ্যত হয়েছে। ইতিমধ্যে ত্রাণ চুরি, মাস্ক, পিপিইর দুর্নীতির সংবাদ প্রকাশ ও মতামতের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক, সাংবাদিক, কার্টুনিস্ট, সামাজিক মাধ্যমে অভিমতকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বিনা ওয়ারেন্টে ঘর থেকে তুলে নিয়েছে। কারাগারে নিক্ষেপ করেছে। তারা বলেন, প্রথম থেকেই সরকার কোভিড-১৯ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করার নীতি গ্রহণ না করায়, এক ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি হিসেবে আমলে না নেওয়ার ফলে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। ফলে সমাজ আজ অসুস্থ হয়ে পড়েছে। অর্থনীতির ক্ষেত্রে রক্তক্ষরণ শুরু হয়েছে। গণতান্ত্রিক অধিকার লুপ্ত প্রায়।
নেতারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নিবর্তনমূলক সব আইন বাতিল, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি মুজাদিুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু প্রমুখ।