বিশ্বে প্রতিদিন মারা যাবে ৬ হাজার শিশু

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবার ওপর নেতিবাচক প্রভাবের কারণে আগামী ছয় মাসে বিশ্বে প্রতিদিন ছয় হাজার শিশুর মৃত্যু হতে পারে। বুধবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ হুঁশিয়ারি দিয়েছে। ল্যান্সেট গ্লোবাল হেলথ জার্নালে প্রকাশিত জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে বিশ্বে পারিবারিক পরিকল্পনা, জন্ম ও নবজাতকের যত্নসেবা এবং টিকার মতো জরুরি শিশু ও মাতৃসেবা ব্যহত হচ্ছে। এর ফলে বিশ্বে আগামী পাঁচ থেকে ছয় মাসে অতিরিক্ত ১২ লাখ শিশুর মৃত্যু হবে। ইউনিসেফ বলেছে, এই প্রাক্কলিত সংখ্যা প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধে এক দশক ধরে যে উন্নয়ন কর্মকাণ্ড চালানো হয়েছে তাকে বিপরীত দিকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে।
সংস্থার যুক্তরাজ্যের নির্বাহী পরিচালক সাচা দেশমুখ বলেন, ‘এই মহামারি আমাদের সবার জন্য দীর্ঘ মেয়াদী পরিণতি বয়ে নিয়ে আসছে। তবে বিশ্বের শিশুরা এখন যে সমস্যার মুখোমুখি সন্দেহাতীতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা সবচেয়ে বড় ও সবচেয়ে জরুরি সংকট।’ তিনি বলেন, ‘বিশ্বজুড়ে শিশুদের জীবন এখন ঘুরে গেছে। তাদের সহযোগিতামূলক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, তাদের সীমান্ত বন্ধ, তাদের শিক্ষা হারিয়ে গেছে, তাদের খাদ্য সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এমনকি যুক্তরাজ্যে শিশুরা হাম প্রাদুর্ভাবের হুমকির শিকার এবং স্কুলবন্ধ অরক্ষিত শিশুদের ঝুঁকিতে ফেলছে।’ জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক সায়েন্সের প্রতিবেদনে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য তিনটি মডেল ব্যবহার করা হয়েছে। যে দেশগুলোতে স্বাস্থ্যসেবা ১৫ শতাংশ হ্রাস পেয়েছে সেখানে পাঁচ বছরের শিশুদের মৃত্যুর হার ৯ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। এই হিসেবে প্রতিদিন ১ হাজার ৪০০ শিশু মারা যেতে পারে এসব দেশে। একই সময় মাতৃমৃত্যু হার বাড়বে ৮ দশমিক ৩ শতাংশ।