কলারোয়ার সোনাবাড়িয়ায় বিএনপি’র ত্রান বিতরণ

0

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে ৪৩৯ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার সকালে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহযোগিতায় ৩ নম্বর ওয়ার্ড রাজপুর চৌরাস্তা মোড়ে এসব খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। পরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এগুলো পৌঁছে দেয়া হয়। বিএনপি নেতৃবৃন্দ জানান, মাথাপিছু চাল ৬ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, সেমাই ১ কেজি ও চিনি ১ কেজি করে দেওয়া হয়। এর আগে অনুষ্ঠানে মুঠোফোনের লাউড স্পিকারের মাধ্যমে বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণের পাশে থাকে সবসময় ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী নাসিরউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ বিতরণের সমন্বয়কারী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া।