বাঘারপাড়ার বিলে অজ্ঞাত নারীর লাশ

0

স্টাফ রিপোর্টার॥ বাঘারপাড়ায় অজ্ঞাত এক নারীর (৩৬) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বল্যামুখ-আনন্দনগর বিলের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ধলগ্রাম ইউপি চেয়ারম্যান সুভাস দেবনাথ অভিরাম বলেন, ‘বিকেলের দিকে কয়েক কৃষক মাঠে ধানের তে দেখতে যান। এ সময় তারা ঝোপের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে প্রথমে আমাকে খবর দেন। আমি সাথে সাথে ঘটনাস্থলে চৌকিদার পাঠাই আর পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
স্থানীয় বাসিন্দারা জানান, ওই নারীকে কয়েকদিন আগে ধলগ্রাম এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তখন মানসিক ভারসাম্যহীন বলে তাদের ধারণা হয়েছিল। অজ্ঞাত ওই নারীর পরনে ছিল লাল-সাদা রঙের ছাপার জামা ও গোলাপি সালোয়ার। মাথায় অল্প চুল এবং হাতে একটি ধাতব জাতীয় চুড়ি পরিহিত ছিল।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।