বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা-খান পক্ষের সংঘর্ষে আহত-১৪

0

বাগেরহাট প্রতিনিধি॥ বাগেরহাটের চিতলমারীতে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থা গুরুত্বর হওয়ায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দুপুরে চিতলমারী উপজেলার আড়–য়াবর্ণী গ্রামের খাঁ এর পুল নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে উপজেলার সদর ইউনিয়নের আড়–য়াবর্ণী গ্রামে গাউস মোল্লা ও আবুল খান গ্রুপের মধ্য দীর্ঘ দিন ধরে বিরোধ ছিল। দুপুরে গ্রামের খাঁ এর পুল এলাকায় উভয় পক্ষের লোকজন জরো হতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আবুল খান (৫০), বাবুল খান (৪৫), সালেহীন খান (১৮) সাগর খান (২১), রাসেল মোল্লা (৩০), জুয়েল মোল্লা (৩৮), সাইদ মোল্লা (৪০), মাসুম বিল্লাহ (২৭), জসিম মোল্লা (২৮), রুমিছা বেগম (৫৫), রজিনা বেগম (৩২), শিউলি বেগম (৩৮)সহ ১৪ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুলক হক জানান, বাড়িতে যাতায়েতের রাস্তা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের কেউই কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।