দেশের এই সংকটময় মুহুর্তে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই–মঞ্জু

0

লোকসমাজ ডেস্ক॥ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ি শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। তার ধারাবাহিকতায় খুলনা বিএনপি দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছি। দেশের এই সংকটময় মুহুর্তে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। শনিবার ১৪নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে কাজী আব্দুল বারী প্রাথমিক বিদ্যায়ল মাঠে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসবকথা বলেন। জাতীয় দুর্যোগ মোকাবেলায় দল মত নির্বিশেষে সকলকে মানুষের সেবায় কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, ইউসুফ হারুন মজনু, শরিফুল ইসলাম বাবু, জহর মীর, হাবিবুর রহমান বিশ্বাস, ইমতিয়াজ আলম বাবু, ম শ আলম, ইউসুফ মোল্যা, ইকবাল হোসেন, ইফতেখার জামান নবীন, মনিরুজ্জামান মনির, আলতাফ হোসেন, শহিদুল ইসলাম, মাহমুদ হাসান শান্ত, নুরুল ইসলাম নুরু, সিরাজুল ইসলাম, খান সাইফুর রহমান টিটু, মল্লিক জাহিদুল ইসলাম, আব্দুর রহমান, আশিকুর রহমান, মুশফিকুর রহমান অভি, মহিম আহমেদ রুবেল, ইমরান হোসেন, আশিক মাহমুদ নকিব, আলাউদ্দিন, মিজানুর রহমান, আবুল কালাম, ইব্রাহিম খলিলউল্লাহ, শাকেরউল্লাহ তুহিন, আমিনুল, মিদুল, রাহাত বাদশা, আরিফ, সেতু, হারুন, বাপী, খান টিটু প্রমুখ।