কেশবপুরে ভ্রাম্যমান আদালতে ৬ জনকে জরিমানা

0

স্টাফ রির্পোটার, কেশবপুর(যশোর)॥ করোনা ভাইরাস প্রতিরোধে বিধি-নিষেধ না মানায় কেশবপুরে মটরসাইকেল চালক, চায়ের দোকানসহ ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে এই অর্থদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিত রায় সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিনের ন্যায় সোমবার উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় করোনা প্রতিরোধের বিভিন্ন দিক নির্দেশনা ও বিধি নিষেধ না মানায় ৬ জনকে অর্থদন্ড প্রদান করেন। কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ের চা বিক্রেতা আব্দুল ওহাবকে কে ২ হাজার টাকা, হার্ডওয়ার ব্যবসায়ী দীলিপ সাহাকে ২ হাজার,কলাগাছি বাজারের মুদির দোকান বাসুদেব পালকে ১ হাজার,হৃদ বাজারের ব্যবসায়ী শহিদুলকে ২শ এবং মটরসাইকেল চালক পবিত্র মিত্র ২ শ ও বাবুর আলী খা ২শ টাকা জরিমানা করা হয়েছে।