লোহাগড়ার শালনগরে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দের চাল বিতরণ

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে বৃহস্পতিবার ৬১০ জন দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শালনগর ইউনিয়নের জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর মাথাপ্রতি ১০ কেজি করে মোট ছয় হাজার এক শ কেজি জিআর এর খাদ্যশস্য(চাল) বরাদ্দ দেয়। বৃহস্পতিবার সকালে শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান তসরুল ইসলাম পরিষদ চত্বরে দরিদ্রদের বরাদ্দ পাওয়া চাল বিতরণ করেন। এ সময় তদারকি কর্মকর্তা তারিকুল ইসলাম (ইউএনওর প্রতিনিধি – উপজেলা সমবায় কর্মকর্তা), তারিকুল ইসলাম (ডিসির প্রতিনিধি- পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা), এস,আই নজরুল ইসলাম (এসপির প্রতিনিধি), শিক্ষক মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান খান তসরুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এ দুঃসময়ে বিশেষ ভিজিএফ এর চাল বরাদ্দ দেওয়ায় দরিদ্ররা অনেক উপকৃত হচ্ছেন।