অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন হায়দার আলী

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ অবশেষে যশোরের চৌগাছা উপজেলার ৯৪ বছর বয়সী হতদরিদ্র বৃদ্ধ হায়দার আলী বয়স্কভাতার কার্ড হাতে পেয়েছেন। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের নির্দেশে ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ হায়দার আলীর বাড়ি বয়স্কভাতার কার্ড পৌঁছে দেন। উল্লেখ্য, বৃদ্ধ হায়দার আলীকে নিয়ে ৫ মে বহুল প্রচারিত ‘দৈনিক লোকসমাজে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের শিরোনাম ছিল ‘আর কত বয়স হলে বয়স্ক হবেন চৌগাছার হায়দার আলী!’ সংবাদটি প্রকাশের পর উপজেলা প্রশাসন ওই বৃদ্ধের বয়স্কভাতার কার্ডের ব্যবস্থা করে দেন। ইউপি চেয়ারম্যান বলেন, ‘দিনমজুর ছেলের ৮ সদস্যের অভাব অনটনের সংসারে বোঝা হয়েছিলেন হায়দার আলী। তিনি লোকলজ্জায় বিষয়টি কাউকে বলেননি। লোকসমাজ পত্রিকার মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে খুব দ্রুত তার হাতে বয়স্কভাতার কার্ড পৌঁছাতে পেরে আমি খুশি হয়েছি।’ উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, ‘পত্রিকায় সংবাদ প্রকাশের পর ওই বৃদ্ধের কথা জানতে পেরে দ্রুত সময়ের মধ্যে কার্ড করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’