তেল উৎপাদন ২৩ শতাংশ কমালো ইরাক

0

লোকসমাজ ডেস্ক॥ তেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের সিদ্ধান্ত মেনে দেশটি ২৩ শতাংশ উৎপাদন কমিয়ে আনবে বলে জানিয়েছে। আন্তর্জাতিক তেলের বাজারে এর দাম স্থিতিশীল রাখতেই এই উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত দেয় ওপেক। এরইভিত্তিতে সদস্য রাষ্ট্রগুলো বিভিন্ন মাত্রায় তেলের উৎপাদন হ্রাস করতে যাচ্ছে।
ইতিমধ্যে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইরাকের বাসরা তেল কোম্পানি তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে। ১লা মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে দেশটির অন্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রেও। কোম্পানিগুলো জানিয়েছে, ইরাক ওপেকের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলে। আন্তর্জাতিক বাজারে মূল্য ঠিক রাখতে দেশটি তাই সব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চলেছে।
বর্তমানে বাসরা তেল কোম্পানি প্রতিদিন ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে।