মহানগর বিএনপির সহ সভাপতি ইকবাল এর পক্ষ থেকে কেসিসি ২নং ওয়ার্ড হতদরীদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

ফুলবাড়ীগেট (খুলনা)প্রতিনিধি॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খুলনা মহানগর বিএনপি’র সভাপতি মোঃ নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশে খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেনের পক্ষ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়ায় ২৯এপ্রিল বুধবার সকাল ১০টায় কেসিসি ২নং ওয়ার্ডে কর্মহীন অসহায় হতদরীদ্রদের মাঝে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি মীর কায়সেদ আলী। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইনামুল হাসান ডায়মন্ড, এমদাদুল হক, মিজানুর রহমান,জামাল হোসেন, আব্দুর রব মুন্সি, আশরাফ ঢালী, আলহাজ্ব শেখ আল আমিন, কামরুল ইসলাম, সামসুর রহমান, ওবায়দুর রহমান প্রমুখ।