দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে এক দিনে আরও ৬৪১ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭১০৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৩ জন হয়েছে। গত এক দিনে হাসপাতালে থাকা আরও ১১ জন জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১৫০ জন সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বুধবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪ হাজার ৯৬৮টি নমুনা পরীা করে ৬৪১ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে ১৩৭ জনই ঢাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ছয়জন পুরুষ, দুই জন নারী। এই আটজনের মধ্যে চার জনের বয়স ৬০ বছরের বেশি। দুইজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, অন্য দুজন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ২৮ এপ্রিলের তথ্য বিশ্লেষণ করে নাসিমা সুলতানা বলেন, আক্রান্ত রোগীদের এক চতুর্থাংশ আছেন হাসপাতালে। বাতি তিন চতুর্থাংশ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। “যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে ৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। হটলাইনের মাধ্যমে তারা চিকিৎসা নেন। বেশিরভাগ েেত্র তাদের লণ-উপসর্গ মৃদু থাকে। “লক্ষণ যখন শেষ হয়ে যাবে, তার ১৪ দিন পর তার দ্বিতীয় নমুনাটি নেওয়া হয়; তার সাত দিন পরে আরেকটি নমুনা নেওয়া হয়। পরপর দুটি নমুনা যখন নেগেটিভ হয়, তখন আমরা একজন ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ বলতে পারি।” বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১০৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এখন আইসোলেশনে আছেন ১ হাজার ৩৪০ জন।