যশোরে পবিত্র রমজানে অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ১১ দোকানিকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড় বাজারে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে পবিত্র রমজান মাসকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় পণ্য অধিক মূল্যে বিক্রির অপরাধে ৬টি দোকান মালিকের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অপরদিকে সদর উপজেলার লেবুতলা বাজারের ৭টি মুদি দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অধিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য মূল্য তালিকা টাঙিয়ে না রাখার অপরাধে এসব দোকান মালিককে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতর সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি সোহেল পারভেজের সহায়তায় দুপুরে বড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকায় কারসাজি করে বেশি দামে আদা ও ছোলা বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরণ করার অপরাধে ৬টি দোকান মালিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বাজারের সূর্য দিপ্ত স্টোরকে ১ হাজার টাকা, বিপি ট্রেডার্সকে ৬ হাজার টাকা, মেসার্স বজলু হাওলাদারকে ১ হাজার টাকা, আব্দুল মতিন স্টোরকে দেড় হাজার টাকা, নিউ আল আমিন অ্যান্ড সন্সকে ২ হাজার টাকা এবং ইয়াসিন স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা মো. সুজাত হোসেন খান এবং কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্য মো. আব্দুর রকিব সরদার। এদিকে একইদিন দুপুরে সদর উপজেলার লেবুতলা বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পেশকার নাজমুল হুসাইন জানান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত লেবুতলা বাজারের ৭দি মুদি দোকানে ৪ হাজার টাকা জরিমানা করেছেন। অধিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য মূল্য তালিকা টাঙিয়ে না রাখার অপরাধে দোকান মালিকদের জরিমানা করা হয়।