কোষাগারের টাকা জনগণের, তাদের দুঃসময়ে ব্যবহার করতে হবে: আমীর খসরু

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের স্বাস্থ্য ব্যবস্থা কঠিন সময় অতিক্রম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে যেখানে দিনে ১৫ হাজারের বেশি টেস্ট হওয়ার কথা, সেখানে হচ্ছে মাত্র তিন হাজার। সরকার চিকিৎসকদের পর্যাপ্ত পিপিই দিতে পারছে না। এসব সমস্যা দূর করতে ও অর্থনৈতিক অবস্থা ভারসাম্যপূর্ণ রাখতে সরকারের কোষাগারে যে টাকা আছে তা ব্যবহার করতে হবে। কারণ এটা দেশের জনগণের টাকা। এই টাকা তাদের দুঃসময়ে ব্যবহার করতে হবে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে তিনি বিগত সময়ে আন্দোলন সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের সহায়তার জন্য ৮৭ হাজার কোটি টাকার একটা অর্থনৈতিক প্যাকেজ দিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে যে প্যাকেজ দেওয়া হয়েছে সেখানে ব্যাংক ঋণের মাধ্যমে শুভঙ্করের ফাঁকি রয়েছে। এই ব্যাংক ঋণ দিয়ে সাধারণ মানুষের কোনও উপকার হবে না। যারা সরকারের অংশ হিসেবে কাজ করছে তারাই কেবল ব্যাংক ঋণ পাবেন। এই সার্বিক ঋণের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হবে না। সরকারের টাকা হচ্ছে জনগণের টাকা। সরকারের কোষাগারে যে টাকা আছে সেটা বাংলাদেশের জনগণের। এই টাকা জনগণের দুঃসময়ে ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, এখন বাংলাদেশের মানুষের জীবন মরণ সমস্যা। আমরা টাস্কফোর্স গঠনের মাধ্যমে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমত গঠনের জন্য বার বার বলে আসছি। কিন্তু সরকার তা শুনছে না। বিএনপি আরও নেতা বলেন, মানুষের এই দুর্যোগ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি জনগণের দল হিসেবে জনগণের দুঃখের দিনে সর্বস্তরের নেতাকর্মী নিয়ে মাঠে নেমে পড়েছে। যারা খেতে পারছে না তাদের সহায়তা করতে বিএনপি এগিয়ে এসেছে। বিএনপি জনগণের আস্থা নিয়ে রাজনীতি করে বিধায় তারা মানুষের এই দুর্যোগে ঘরে বসে থাকতে পারেনি। আমরা আমাদের সাধ্যমতো সহায়তা কার্যক্রম চালিয়ে যাব।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী, বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবু, হামিদুল হক মান্নান প্রমুখ।