স্কুলগুলোকে কৃষকদের সহায়তা করতে বলেছে মাউশি

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক সংকটে বিপদে পড়া কৃষকদের সহায়তার পাশাপাশি প্রয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ ব্যবহারের সুযোগ করে দিতে মাধ্যমিক ও উচ্চ শিা অধিদপ্তরের (মাউশি) আদেশ জারি করেছে। মঙ্গলবার বিভিন্ন অঞ্চলের পরিচালক ও উপপরিচালক, জেলা ও উপজেলা/থানা শিা কর্মকর্তা, কলেজ অধ্য ও প্রধান শিকদের এ বিষয়ে আদেশ জারি করে নির্দেশনা দিয়েছে মাউশি। আদেশে বলা হয়, করোনাভাইরাস রোগের প্রাদুর্ভাবজনিত বৈশ্বিক মহামারির প্রভাব বাংলাদেশেও পড়েছে। প্রধানমন্ত্রী বিভিন্ন েেত্র করোনাভাইরাস সংক্রমণের বিরূপ প্রভাব বিবেচনায় নিয়ে ইতিমধ্যে আগামী তিন বছরের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। এ বছর বোরো ধানের যে বাম্পার ফলন হয়েছে, তা যেন সঠিক সময়ে কৃষকের ঘরে উঠে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে অন্যান্য অনেকের মতো শিক-শিার্থীদেরও কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে বোরো ধান আহরণের েেত্র কৃষকদের সহায়তা করা প্রয়োজন সেসব এলাকার শিাপ্রতিষ্ঠান প্রধানদের কৃষকদের প্রয়োজনীয় সাহায্য করার অনুরোধ করা হলো। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শিাপ্রতিষ্ঠান প্রধানদের অন্যান্য শিক এবং দায়িত্ববোধ সম্পন্ন ও প্রশিণপ্রাপ্ত (স্কাউটস, রোভার স্কাউটস ইত্যাদি) শিার্থীদের নিয়ে তাদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাওয়ার অনুরোধ করেছে মাউশি। প্রয়োজনে কৃষকদেরকে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ ব্যবহার করার সুযোগ করে দেবেন। অন্য এলাকা থেকে যেসব শ্রমিক হাওর অঞ্চলে গিয়ে ধান কাটবেন, তাদের থাকার জন্য সেসব এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে প্রাথমিক শিা অধিদপ্তর। শ্রমিকরা শুধু বিদ্যালয়ে রাত্রি যাপনই নয়, চাইলে স্কুল মাঠে ধান মাড়াইয়ের কাজও করতে পারবেন বলে প্রাথমিক শিা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানিয়েছেন।