যা হওয়ার তাই হলো!

0

লোকসমাজ ডেস্ক॥ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল। ইএসপিএন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় এ গণমাধ্যম জানিয়েছে, আইপিএল হবে কি হবে না এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিসিসিআই। ভারতের চলছে লকডাউন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রীড়াঙ্গনও আছে থমকে। ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল। কিন্তু করোনায় আইপিএল পিছিয়ে দেওয়া হয় ১৫ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি উন্নতি না হওয়ায় পরিবর্তিত সূচিতেও লিগ শুরু করতে পারেনি আয়োজকরা। এবার আসল নতুন সিদ্ধান্ত।
বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করেছে। বিসিসিআই বলছে, ভারত সরকার আগামী ৩ মে পর্যন্ত তৃতীয় দফায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফলে এর আগে লিগ শুরু করা সম্ভব না। তৃতীয় দফা লকডাউনের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটিই নিশ্চিত নয়। কারণ দিনকে দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ সময়ে খেলার মাঠের থেকে ঘরে থাকা নিরাপদ। সেজন্য আইপিএল নিয়ে কোনো আলাচনা করতে চাইছেন না বিসিসিআই কর্মকর্তারা। ফ্রাঞ্চাইজিদের দিক থেকে ক্লোজ ডোরে ম্যাচ আয়োজনের প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু সেটিই ফিরিয়ে দিয়েছে আয়োজকরা। ফলে এ মৌসুমে আইপিএল হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। মাঝে শোনা গিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে সেই সময়ে আইপিএল করার চিন্তা বিসিসিআই কর্মকর্তাদের। তবে সেই ভাবনা এখনও আলোচনার টেবিলে ওঠেনি বলে জানিয়েছে বিসিসিআই।