করোনার কারণে কিস্তির অর্থ স্বয়ংক্রিয়ভাবে ছাড় হবে

0

লোকসমাজ ডেস্ক॥করোনাভাইরাসের কারণে সরকার পরিচালন বাজেটের আওতায় বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার অনুকূলে বরাদ্দ করা ৪র্থ কিস্তির অর্থ ছাড়ের পদ্ধতি সহজ করেছে। যার ফলে এ কিস্তির অর্থ স্বয়ংক্রিয়ভাবে ছাড় হবে। রোববার (১২ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে বর্তমানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় সব সরকারি অফিস বন্ধ রয়েছে। এসময় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর অনুকূলে বাজেট বরাদ্দ ছাড়ে জটিলতা এড়াতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরফলে সংস্থাগুলোর বিপরীতে বরাদ্দকৃত ৪র্থ কিস্তির অর্থ ছাড়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থ বিভাগের ছাড়পত্র নেওয়ার প্রয়োজন হবে না।
সূত্র জানায়, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সরকারি ছুটির মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো অর্থ ছাড়ে সমস্যার পড়তে পারে। সংস্থাগুলো পরিচালন ব্যয়ের সংস্থান করা না হলে তারা সমস্যায় পড়বে। এ অবস্থা এড়াতে ৪র্থ কিস্তির অর্থ স্বয়ংক্রিয়ভাবে ছাড়া হবে। অর্থ বিভাগের যুগ্মসচিব (বাজেট-১) সিরাজুন নুর চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত কর্তৃত্ব অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগের নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠানের অনুকূলে পরিচালন বাজেটের আওতায় সাহায্য মঞ্জুরি হিসেবে প্রদত্ত বরাদ্দের ৪র্থ কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের কোনো সম্মতির প্রয়োজন হবে না। ওই অর্থ স্বয়ংক্রিয়ভাবে ছাড় হয়েছে বলে গণ্য হবে এবং স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠান এ অর্থ সরাসরি ব্যবহার করতে পারবে।