‘পশু-পাখির মাধ্যমে করোনা ছড়ানোর প্রমাণ নেই, তবে হাত ধুতে হবে’

0

লোকসমাজ ডেস্ক॥ পশু-পাখির মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা। তবে পশু-পাখি হাত দিয়ে ধরার পর অবশ্যই হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার (১২ এপ্রিল) করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
সানিয়া তাহমিনা বলেন, ‘পশু-পাখির মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় কিনা এটাও একটা বড় প্রশ্ন। কারণ, আমরা যেটা জানি প্রথমে উহানের একটা মার্কেটে, যেখানে পশু-পাখি কেনাবেচা হয়, সেখান থেকে ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। প্রথম সেই সংক্রমণ ছাড়া পশু-পাখি-কুকুর-বিড়াল থেকে ছড়ায় এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে পশু-পাখিকে হাত দিয়ে স্পর্শ করার পর অবশ্যই হাত ধুতে হবে। কারণ, তার গায়েও থাকতে পারে। সুতরাং, এই ভাইরাস সম্পর্কে অনেক কিছু যেহেতু আমরা জানি না, সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে হাত ধোয়া জরুরি।’
রক্তের মাধ্যমে ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানি না রক্তের মাধ্যমে ছড়ায় কিনা। কেটে গেলে কিংবা ছিলে গেলে সেখান থেকে ছড়ায় কিনা। সুতরাং এই বিষয়গুলোকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। যেটা জানি না সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো। সাবধানের কোনও মার নেই। এই তথ্যগুলোর সোর্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। সানিয়া তাহমিনা বলেন, ‘অন্তঃসত্ত্বা থাকাকালীন কিংবা বুকের দুধ থেকে ভাইরাস শিশুদের মধ্যে সংক্রমণ করার কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিউবর্ন শিশুরও সংক্রমণ ধরা পড়েছে। সেটার কারণ হতে পারে শিশুটির মা যথাযথ সুরক্ষা না নিয়ে শিশুটিকে ধরেছেন, অথবা বুকের দুধ খাইয়েছেন সেক্ষেত্রে হতে পারে। কিন্তু গর্ভফুল কিংবা বুকের দুধের মাধ্যমে ছড়ানোর প্রমাণ এখনও পাওয়া যায়নি। শিশুকে বুকের দুধ খাওয়ানোর আগে অবশ্যই হাত ধোবেন।’