আজ থেকে ঝিকরগাছার বাজার বসবে ঐতিহ্যবাহি বিএম হাইস্কলের মাঠে

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ চলমান করোনা ভাইরাস মোকাবেলায় ঝিকরগাছা বাজারের ভিড় সামলাতে বেশ কয়েকদিন ধরে হিমশিম খাচ্ছিল প্রশাসন। যা ইতিমধ্যে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বাজারের জনসমাগম এড়াতে, সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রাখতে আজ রোববার থেকে ঝিকরগাছা বাজারের তরকারী বাজার, মাছ হাট ও মুরগির দোকানগুলো ঝিকরগাছা বিএম স্কুলের মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঐতিহ্যবাহি বিএম হাইস্কুল মাঠে এই বাজার চলবে বলেও জানাগেছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষীসহ বাজার কমিটির নেতৃবৃন্দ।