এখনই যশোরকে লকডাউন করার ঘোষণা দেওয়া হোক

0

স্টাফ রিপোর্টার॥ বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটি করোনা পরিস্থিতিতে দেশের সর্ববৃহৎ ব্যক্তি খাত কৃষিতে প্রনোদনা- ভর্তুকি প্রদান, নিম্ন আয়ের মানুষের বিনা মূল্যে ৬ মাসের খাদ্য প্রদান, মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তদের জন্য ৬ মাসের রেশনিং ব্যবস্থা, চিকিৎসক- চিকিৎসা কর্মীদের বিশেষ করোনা প্রনোদনা বীমা চালু, যশোর মেডিকেল কলেজ-যশোর বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়কে জরুরী ভিত্তিতে করোনা পরীক্ষাগার করা, অবস্থা বিবেচনায় এখনই যশোরকে লকডাউন ঘোষণা দেওয়া সহ ৯ করণীয় প্রস্তাবনা দিয়ে বাম গণতান্ত্রিক জোট সিপিবি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাসদ, বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটি এক সংবাদ সম্মেলন করে। আজ দুপুর ১২ টায় প্রেসকাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটির সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দীয় সাধারণ সম্পাদক কমরেড ইকনাল কবির জাহিদ, সিপিবি জেলা সভাপতি কমরেড এ্যাড. আবুল হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কমরেড তসলিমউর রহমান, বাসদ নেতা কমরেড আলাউদ্দিন ও বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড গোলাম মোস্তফা।