প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বক্তব্যে ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর প্রতিক্রিয়া

0

৫ এপ্রিল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সভাপতি কমরেড নূরুল হাসান ও সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলায় ৭২ হাজার ৭শ’ ৫০ কোটি টাকার খাতওয়ারি প্রণোদনা ঘোষণা করেছেন। কিন্তু দেশবাসী উদ্বেগ ও শংকার সাথে লক্ষ্য করছে যে, বিদেশ ফেরত মানুষ থেকে শুরু করে চিকিৎসা প্রস্তুতির ক্ষেত্রে দায়দায়িত্ব, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা এবং মন্ত্রীদের অসংলগ্ন বক্তব্য মানুষকে বিভ্রান্ত করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, জেলায় জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে। কিন্তু পরিস্থিতি এমনই যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষার বিষয়টি প্রধান গুরুত্ব দিলেও এখনও জেলা পর্যায়ে দূরে থাক বিভাগীয় পর্যায়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়নি। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন জেলায় করোনা রোগী সনাক্ত হচ্ছে ও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। অন্যদিকে ফসলের দাম না পেয়ে কৃষক ফসল উপাদনে আগ্রহ হারিয়ে ফেলছে। তাই তাদের জন্যে সহজ শর্তে ঋণ দিতে হবে। ২৬ মার্চের ভাষণে তিনি কর্মহীনদের খাদ্য পৌঁছে দেবার যে কর্মসূচি ঘোষণা করেছিলেন তা যথাযথভাবে পালন করা হয়নি। ইতিমধ্যে ১০ দিন অতিক্রান্ত হয়েছে। জেলায় জেলায় যে নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য এবং বন্টন ব্যবস্থাও সন্তোষজনক নয়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা সরকার ও দেশবাসীর কাছে বলতে চাই, অচেনা এই করোনা ভাইরাস মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগ যেমন বিষয় তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিভাবে এর মোকাবেলা করবো। বাম গণতান্ত্রিক জোট, বাম রাজনৈতিক দল বিশিষ্ট ব্যক্তিবর্গের জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি মেনে অবিলম্বে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল, চিকিৎসক বিশেষজ্ঞ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শ্রেণিপেশার প্রতিনিধিদের নিয়ে জাতীয় সমন্বয় কমিটি গঠনের আহবান জানিয়ে আসছে। মানুষ আশা করেছিল প্রধানমন্ত্রী এরুপ নির্দেশনা দেবেন। আমরা জরুরি ভিত্তিতে এই প্রস্তুাবকে বিবেচনা করে সর্বদলীয় সভা ডাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তি।