করোনা ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের কঠোর পদপে দাবি এনডিএফ’র

0

করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ হাজারের বেশি মানুষ আর আক্রান্তদের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশেও কোভিড-১৯-এর সংক্রমণে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত সরকারি তথ্যমতে আক্রান্ত হয়েছে ১২৩ জন। দেশে এ পর্যায়ে ভাইরাসটি সামাজিকভাবে (কমিউনিটি ট্রান্সমিশন) সংক্রমিত করছে। এর বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
গত ২৬ মার্চ থেকে সরকারি সাধারণ ছুটিতে দেশ কার্যত ‘লকডাউন’ অবস্থায় চলছে যা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ অবস্থায় ৫ এপ্রিল রবিবার সরকার ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তিনটি ভাগে এই প্যাকেজের টাকা স্বল্পসুদে ঋণ হিসেবে বিতরণ করা হবে বলে বলা হয়েছে। বিদ্যমান করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সম্ভাব্য মন্দা মোকাবেলায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। এক্ষেত্রে শিল্প মালিক, ব্যবসায়ী (ক্ষুদ্র ও মাঝারি) সকলই এর আওতায় পড়বে। কিন্তু এর আওতায় নেই কৃষকরা। অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা গ্রামে বসবাস করে তাদের প্রণোদনার আওতায় এনে ফসল ঘরে উঠানোর নিশ্চয়তা বিধান করা প্রয়োজন। দেশজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়া আতঙ্কের মধ্যেই এবার নতুন করে ডেঙ্গুজ্বর নিয়ে আতঙ্ক শুরু হচ্ছে। যদিও বর্ষা মৌসুম তথা ডেঙ্গু মৌসুম শুরু হতে আরও এক মাসের বেশি সময় বাকি। এ অবস্থায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা আগাম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহবান জানায়। বিজ্ঞপ্তি।