আধিপত্য বিস্তার নিয়ে লোহাগড়ায় তিন গ্রামের ৫০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ার আধিপত্য বিস্তার ও পূর্বশত্র“তার জের ধরে ভাঙচুর এবং লুটপাট করেছে প্রতিপরা। উপজেলার আমাদা, হামারোল ও কামালপ্রতাপ গ্রামের ৫০টি বাড়িতে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গ্রামবাসীসহ ভূক্তভোগীদের অভিযোগে জানা গেছে, লোহাগড়ার আমাদা, হামারোল ও কামালপ্রতাপ গ্রামে প্রতিপক্ষরা গত বৃহস্পতি ও শুক্রবার রাতে হঠাৎ হামলা চালিয়ে আমাদা গ্রামের দাউদ মল্লিক, নজরুল মল্লিক, হাবিব মল্লিক, বাকার মল্লিক, আলী খান, ওহিদুর খান এবং হামারোল গ্রামের মহিউদ্দিন মল্লিক, মানোয়ার মল্লিক, শাহাজান মল্লিক, ইসরাফিল মল্লিক, নান্নু মল্লিক, পিটু মল্লিক, আসাদ মল্লিক, ফেদু মল্লিক, ইয়াসিন মল্লিক, বজলার রহমান মল্লিক, বিরবল মল্লিক, আব্দুল হামিদ মল্লিক, বিসু মল্লিক, কামালপ্রতাপ গ্রামের মন্টু মল্লিক, রজ্জাক মল্লিক, হাফিজ মল্লিকের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর,লুটপাট করে। লুটপাট ও হামলায় অন্তত ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানান। ভূক্তভোগী মনোয়ার মল্লিকের স্ত্রী লতিফা বেগম, ওহিদুর খানের স্ত্রী বিনা বেগম, নান্নু মল্লিকের স্ত্রী মাবিয়াসহ অন্যরা জানান, হামারোল গ্রামের আজাদ মোলা, নিয়ামুল মোলা, মাসুদ মোলা, তিতু মন্ডল, মাসুম খান, বাবুল খান, পারভেজ শেখ, শান্ত শেখের নেতৃত্বে ৫০/৬০ জন হামলা চালিয়ে ভাঙচুর করে। এর আগে শহীদ মোলার ছেলে আজাদ মোলার নেতৃত্বে ৩০/৩৫ জন অতর্কিত হামলা চালিয়ে সাইদ মল্লিকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। তবে লোহাগড়া থানার ওসি (তদন্ত) মো. আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় ইয়াসিন মল্লিক ফেদু বাদী হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ দু জনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।