আন্তর্জাতিক সংবাদ

0

মাস্ক পরতে বলায় প্তি ব্যক্তিকে গুলি করে মারল পুলিশ
লোকসমাজ ডেস্ক॥ মাস্ক পরতে বলায় প্তি হওয়া এক ব্যক্তিকে গুলি করে হত্যা করল ফিলিপাইনের পুলিশ। নিহত ব্যক্তি গ্রাম কর্তৃপরে দিকে ধারালো অস্ত্র দিয়ে তেড়ে আসলে পুলিশ গুলি চালায়। ডয়চে ভেলে জানায়, দেশটির আগুসান দেল নর্তে প্রদেশের নাইসিপিত শহরে এই ঘটনা ঘটে। শনিবার পুলিশ জানায়, গ্রামের এক স্বাস্থ্যকর্মী ৬৩ বছর বয়সী ওই ব্যক্তিকে মুখে মাস্ক পরতে বলে। এতে ওই ব্যক্তি প্তি হয়ে উঠে সেই সঙ্গে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে গ্রাম কর্তৃপরে দিকে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে সে। ঘটনার সময় ওই ব্যক্তি মাদকাসক্ত ছিল বলে পুলিশের ধারণা।করোনাভাইরাসে ঘোষিত লকডাউন অমান্য করায় এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। করোনা রোধে দেশটিতে দুই সপ্তাহ আগে এক মাসের লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সামরিক বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে সরকার। গত সপ্তাহে লকডাউন অমান্য করলে গুলি করে হত্যার নির্দেশের দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এদিকে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪১৪ জন মানুষ। এর মধ্যে মারা গেছে ১৫২ জন। অপর্যাপ্ত স্বাস্থ্য সুরা সামগ্রীর কারণে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকেরাও। এর মধ্যে ১০ জনের বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে লকডাউন নির্দেশনা না মেনে রাস্তায় বের হওয়ায় নাইজেরিয়ায় এক যুবককে গুলি করে মারে দেশটির সেনাবাহিনী।

করোনায় প্রাণ গেল লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী জিবরিলের
লোকসমাজ ডেস্ক॥ গাদ্দাফি বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখা মাহমুদ জিবরিল নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। জিবরিলের রাজনৈতিক দল ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্সের (এনএফএ) সেক্রেটারি খালেদ আল-মরিমি জানান, ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ রবিবার কায়রোর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দুই সপ্তাহ সেখানে ভর্তি ছিলেন তিনি। ২০১১ সালে লিবিয়া বিপ্লবে যোগ দেয়ার আগে মুয়াম্মার গাদ্দাফির অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন জিবরিল। ন্যাটো সমর্থিত অন্তর্র্বতী বিদ্রোহী সরকারের প্রধান থেকে লড়াই চালিয়ে যান তিনি। গাদ্দাফির পতনের পেছনে ন্যাটোর সরাসরি বড় ভূমিকা ছিল। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা জিবরিল সেই দিনগুলোতে বিদ্রোহীদের প্রতিনিধি হিসেবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রা করেন। লিবিয়ার সাধারণ মানুষের সঙ্গে গাদ্দাফি ‘প্রতারণা’ করায় নাখোশ ছিলেন তিনি।২০১২ সালে লিবিয়ার সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন জিবরিল।জিবরিল সেই নির্বাচনে দাঁড়িয়ে জয় পেয়েও সংখ্যাগরিষ্ঠতার অভাবে সংসদে টিকতে পারেননি। পরের বছরগুলোতে লিবিয়ায় আবার অস্থিরতা শুরু হলে তিনি দেশ ত্যাগ করেন।

মুম্বাইয়ের এক হাসপাতালের ২৬ নার্স ও ৩ চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত
লোকসমাজ ডেস্ক॥ ভারতের মুম্বাই শহরের একটি হাসপাতালের ২৬ জন নার্স ও তিন জন চিকিৎসকের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ ঘটনার পর কর্তৃপ ওয়াকহাট নামের ওই হাসপাতালটি বন্ধ করে দিয়ে সেটিকে আইসোলেটেড করেছে বলে এনডিটিভি জানিয়েছে। আগেই মুম্বাইকে করোনাভাইরাস সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করেছিল ভারত সরকার। এ অবস্থার মধ্যেও কীভাবে হাসপাতালটিতে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ল তদন্ত করে তা বের করার নির্দেশ দেয়া হয়েছে বলে মুম্বাইরে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দুইবার পরীার করে সবার ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত হাসপাতালটিতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ পর্যন্ত হাসপাতালটির ২৭০ জন রোগী ও নার্সকে পরীা করা হয়েছে। রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর বড় ধরনের প্রাদুর্ভাবের ঘটনায় আইসোলেশনের পদপে নেওয়ার আগ্রাসী পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনায় বাফার জোন ঘোষণা ও আক্রান্ত এলাকাগুলোকে এক মাসের জন্য সিল করে বন্ধ করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। শেষ আক্রান্ত শনাক্ত হওয়ার অন্তত চার সপ্তাহের মধ্যে ওই এলাকায় নতুন কোনো আক্রান্তের সন্ধান পাওয়া না গেলে ওই লকডাউন অবস্থা তুলে নেওয়া হবে, পরিকল্পনায় এমনটিই বলা হয়েছে। ভারতের অন্যতম সবচেয়ে ভাইরাস আক্রান্ত মেট্রোপলিটন শহর মুম্বাইয়ে এ পর্যন্ত ৪৫৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। ভারতের রাজ্যগুলোর মধ্যে ৭৪৫ জন আক্রান্ত নিয়ে সংক্রমণ সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এই মহারাষ্ট্রেরই প্রধান শহর। এশিয়ার বৃহত্তম বস্তি বলে পরিচিত ধারাভির অবস্থানও এই শহরে। ১০ লাখ বাসিন্দার ঘনবসতিপূর্ণ ধারাভিতে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত পাঁচ জন শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ভারতজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা চার হাজার ৫০০ জন, মৃতের সংখ্যা ১১৮ জন ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩২৮ জন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।