কলারোয়া পৌর সভার সব ওয়ার্ডে চাউল ও আলু বাড়িতে বাড়িতে পৌছে দেয়া হবে

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে হোম কোয়ারেন্টাইনে থাকায় পৌর সদরের ৯টি ওয়ার্ডে ১৫ শত হতদরিদ্র ও অসহায় পরিবারে মাঝে ১৫ টন চাউল ও দেড়টন আলু মঙ্গলবার রাতে প্রত্যেক বাড়ীতে বাড়ীতে পৌছে দেয়া হবে। সোমবার সকালে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন-৯টি ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় পরিবারে মাঝে সংশ্লিষ্ট কাউন্সিলরগণ বাড়ীতে বাড়ীতে যেয়ে খাদ্য সামগ্রী পৌছে দেবেন। তিনি আরো বলেন-জেলা প্রশাসনের আদেশ মেনে নিয়ে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান। আপনারা জানেন করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এর থেকে পরিত্রান পাওয়ার জন্য নাগরিক দায়িত্বের অংশ হিসেবে আসুন আমরা সবাই সচেতন থাকি। যারা বিদেশ থেকে ফিরে এসেছেন তারা যেন অতিরিক্ত বাজার ঘাট, চায়ের দোকানে দোকানে, সব জায়গাগুলোতে অযথা আড্ডা বা জনসমাগম না করি। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে এই কাজ থেকে বিরত রাখি। আমরা এ সচেতনতা মূলক কর্মকা- মেনে চলতে উদ্বুদ্ধ করি। বিদেশ ফেরত কোন ব্যক্তি বাইরে হাট-বাজার বা জনসমে কোন প্রকার এলোমেলো ঘোরাফেরা করতে পারবেন না। সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। নিজে বাঁচুন, পরিবার, সমাজ ও দেশের সর্বাত্মক কল্যাণে সহযোগিতা করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করুন। যেখানে সেখানে থুথু ফেলবেন না। মুখে মাস্ক ব্যবহার করুন। প্রতি ২ ঘন্টা অন্তর অন্তর হ্যান্ড ওয়াস বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। সকলের সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসুন।