আন্তর্জাতিক সংবাদ

0

এখনও করোনা পৌঁছায়নি যেসব দেশে!
লোকসমাজ ডেস্ক॥প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ব্যতিব্যস্ত ইউরোপ আমেরিকাসহ বিশ্বের অধিকাংশ দেশ। পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরপরও বিশ্বে কিছু দেশ ও অঞ্চল রয়ে গেছে যেখান থেকে এখনও আসেনি করোনাভাইরাসে আক্রান্তের কোনো খবর!যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এখন পর্যন্ত রয়েছে ১৮১টি দেশ ও অঞ্চল। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ, মৃতের সংখ্যা ৬৫ হাজার ছুঁই ছুঁই। বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, করোনাভাইরাসজনিত কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কোনো খবর আসেনি এমন দেশ বা অঞ্চল রয়েছে ১৮টি; কমোরোস, কিরিবাতি, লেসোথো, মার্শাল দ্বীপপুঞ্জ, মাক্রোনেশিয়া, নাউরু, উত্তর কোরিয়া, পালাও, সামোয়া, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে, সলোমন দ্বীপপুঞ্জ, দণি সুদান, তাজিকিস্তান, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভেলু, ভানুয়াতু ও ইয়েমেন। এরমধ্যে আরব দেশ দুটি। একটি আফ্রিকা ঘেঁষা ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ কমোরস। অন্যটি ইয়েমেন। যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্রপীড়িত দেশটিতে করোনার গ্রাসে পড়লে ভুগান্তির শেষ থাকবে না। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সূত্রপাত করোনাভাইরাসের। সেখান থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই চীনের কূল ঘেঁষে অবস্থান করলেও এখন পর্যন্ত এই ভাইরাসে কোনো আক্রান্তের খবর প্রকাশ করেনি উত্তর কোরিয়া। যা অস্বাভাবিক হিসেবে দেখছেন অনেকে। উত্তর কোরিয়ার মতো করোনার আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি মধ্য এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান থেকেও। বহির্বিশ্বের সঙ্গে কম যোগাযোগের জন্য কভিড-১৯ থেকে দেশগুলোর রা পাওয়ার অন্যতম কারণ হতে পারে বলে অনেকের ধারণা। করোনায়া আক্রান্ত না হওয়া আফ্রিকা মহাদেশের দেশ তিনটি হলো- লেসোথো, দণি সুদান ও সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। তিনটি দেশেই প্রবেশ করা খুব কঠিন। এর মধ্যে গৃহযুদ্ধে জর্জরিত দণি সুদান। করোনাভাইরাসের খবর না পাওয়া বাকিদেশগুলো দ্বীপদেশ- কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, টোঙ্গা ও ভানুয়াতু। দেশগুলো সাগরের মাঝে অবস্থিত। দেশগুলোতে যাওয়াও ব্যয়বহুল ব্যাপার।

লকডাউনে মেজাজ হারালেন ব্যক্তি, গুলি করে মারলেন ৫ জনকে
লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস পরিস্থিতিতে ঘোষিত লকডাউনের সময় ৫ জনকে গুলি করে হত্যা করেছে এক রুশ ব্যক্তি। শনিবার দণি-পূর্ব মস্কো থেকে ২০০ কিলোমিটার দূরে রিয়াজান অঞ্চলের ইয়েলাতমা গ্রামে এই ঘটনা ঘটে। বিবিসি জানায়, করোনাভাইরাস মোকাবিলায় ওই এলাকা এর মধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। এক ব্যক্তির বাড়ির সামনে জোরে জোরে কথা বলছিলেন ৪ পুরুষ এবং একজন নারী। এতে বিরক্ত হয়ে ওই ব্যক্তি ব্যালকনি থেকে তাদের সতর্ক করেন এবং একপর্যায়ে দুই পই বাদানুবাদে জড়িয়ে পড়ে। তখন ওই ব্যক্তি রাইফেল বের করে পাঁচ ব্যক্তিকে গুলি করে মারেন। এদিকে করোনাভাইরাসে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছে ৪৫ জন।

করোনা পরিস্থিতিতে ফ্রান্সে ‘সন্ত্রাসী’ হামলা, নিহত ২
লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের সংকটময় মুহূর্তেও ফ্রান্সের দণি-পূর্বের এক শহরে ছুরিকাঘাত করে দুই ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা নিশ্চিত করেছে। বিবিসি জানায়, গ্রেনাবল অঞ্চলের কাছাকাছি রোমান্স-সুর-ইসেরে শহরে এক তামাকের দোকানে ঢুকে পড়ে হামলাকারী। দোকানের মালিক ও একজন ক্রেতাকে ছুরিকাঘাত করে হত্যা করে সে। আরও দুইটি দোকানে ঢুকে একাধিক মানুষকে আহত করে সে। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। দেশটির প্রসিকিউটর জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি সুদানের এক শরণার্থী। তার বয়স ৩০ এর ঘরে। ওই শহরে তিনি বাস করে আসছিলেন। গ্রেফতারের সময় ওই ব্যক্তি আরবি উচ্চারণে নামাজরত ভঙ্গিতে ছিল বলে দাবি করেন প্রসিকিউটর। ন্যাশনাল পুলিশ অ্যালায়েন্স ইউনিয়নের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের আগে ওই ব্যক্তি পুলিশকে অনুরোধ করে তাকে যেন হত্যা করা হয়। দেশটির কাউন্টার-টেররিজম জানায়, এই ঘটনার সঙ্গে ‘সন্ত্রাসী হামলার’ কোনো যোগসূত্র আছে কী না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বিপুলসংখ্যক মানুষ। আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি মানুষ, মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার।