দোকান খোলা রাখায় ৪০ হাজার টাকা জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি॥ কুষ্টিয়ার ভেড়ামারায় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভেড়ামারা বাজারের পাবনা সুইটসকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারায় ভেড়ামারায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল মারুফ। ইউএনও মো. সোহেল মারুফ জানান, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক পাবনা সুইটসকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া আরও একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ অভিযান চলমান থাকবে।